সংযুক্ত আরব আমিরাতের শারজায় গত শুক্রবার (১ অক্টোবর) মিউজিক ভিশন সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে স্থানীয় রেস্টুরেন্টে ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজক নারী সংগঠক ও মিউজিক ভিশনের অ্যাডমিন শবনম আক্তারের সভাপতিত্বে আলমা আকবার ও ইঞ্জিনিয়ার আহাম্মদ ইখতিয়ার পাবেলের যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- বিশিষ্ট কমিউনিটি নেতা হাবিবুর রহমান টিপু, মোসারফ হোসেন, মোস্তাক হোসেন, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ আবছার, জসিম উদ্দিন জসিম, মোহাম্মদ কামাল, নাজমুল, হাবিবুর রহমান, ব্যাংকার সামিমা নাসরিন, লোপা কামরুন নাহার, মমতাজ আইয়ূব, লুবা, রাশিদা, সাবিনা, মাকসুদা, মিউজিক ভিশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইয়াসমিন ইসলাম মেরুনা, জাহাঙ্গীর আলম রূপু, করিমুল হক, আহমেদ ইকতিয়ার পাভেল, ফামিদা চৌধুরী, মাহাবুবা সিদ্দিকা, শিমা ইসহাক, শিবলী আল সাদেক, মোহাম্মদ মুসা, মোহাম্মদ মনির উদ্দিন মান্না, আফতাব মনির, আনোয়ার হোসেন, আল আমিন, মডারেটর প্যানেলের সদস্য সোনিয়া সামিয়া, মাহমুদা রহমান, আজমেরি বেগম, রেখা মরিয়াম, সালাউদ্দিন কাদের বাপ্পি, বোরহান উদ্দিন বোরহান ও সাংবাদিক ওবায়দুল হক মানিক।


