আট বছর পর মুক্তি পাচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ সিনেমাটি । জয়া আহসানের পাশাপাশি এই চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির তারিখ। আজ বুধবার সন্ধ্যা সাতটায় স্টার সিনেপ্লেক্সে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়।নিজের সিনেমার প্রদর্শনীতেই অসুস্থ হয়ে চলে গেলেন আহমেদ রুবেল,সেই সিনেমা আর দেখা হলো না
সব প্রস্তুতি চূড়ান্ত। প্রথমে আলোচনা, তারপর সিনেমার শো। তিনিও ঠিক সময় প্রায় পৌঁছে গিয়েছিলেন। পান্থপথের স্টার সিনেপ্লেক্সে তাঁর অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমার শো শুরু হতে অল্প কিছু সময় বাকি।
পেয়ারার সুবাস’ চলচ্চিত্রের প্রধান সহকারী পরিচালক শ্যামল শিশির একটি গণমাধ্যমকে জানান, বুধবার সিনেমার পূর্বনির্ধারিত প্রিমিয়ারে অংশ নিতে উত্তরা থেকে পরিচালক নুরুল আলম আতিক ও আহমেদ রুবেল গাড়িতে করে পান্থপথে আসছিলেন।
নিজে গাড়ি চালিয়ে বেলা সোয়া ৫টায় বসুন্ধরা সিটিতে পৌঁছান আহমেদ রুবেল। বেজমেন্টে গাড়ি থেকে নেমে হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পান। বেলা ৫টা ৫০ মিনিটে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ৫টা ৫৮ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করে।
হুমায়ূন আহমেদের ‘অতিথি’, ‘নীল তোয়ালে’, ‘বিশেষ ঘোষণা’, ‘সবাই গেছে বনে’, ‘বৃক্ষমানব’, ‘যমুনার জল দেখতে কালো’ নাটকে রুবেলের অভিনয় প্রশংসিত হয়। মুহম্মদ জাফর ইকবালের লেখা ধারাবাহিক ‘প্রেত’ নাটকটি রুবেলকে দেয় অন্য রকম জনপ্রিয়তা।
চলচ্চিত্রে রুবেলের যাত্রা শুরু ১৯৯৪ সালে, বাণিজ্যিক ধারার ‘আখেরি হামলা’ সিনেমা দিয়ে। এ পর্যন্ত ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘আজকের ফায়সালা’, ‘মুক্তির সংগ্রাম’, ‘রঙিন রংবাজ’, ‘কে অপরাধী’, ‘সাবাস বাঙালি’, ‘মেঘলা আকাশ’, ‘পৌষ মাসের পিরিত’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন রুবেল। ‘ব্যাচেলর’, মুক্তিযুদ্ধের সিনেমা ‘গেরিলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’, ‘অলাতচক্র’, ‘লাল মোরগের ঝুঁটি’ ও সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’ তাঁকে একজন দারুণ অভিনেতা হিসেবে বারবার তুলে ধরেছে। কলকাতার সিনেমাতেও রুবেল কাজ করেছেন। ২০১৪ সালে ভারতের নির্মাতা সঞ্জয় নাগ পরিচালিত ‘পারাপার’-এ প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি।
রুবেল ওটিটিতেও গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজ করেছিলেন। সত্যজিৎ রায়ের কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’ হিসেবেও তাঁকে পাওয়া গেছে। ‘নয়ন রহস্য’ উপন্যাস অবলম্বনে তৌকীর আহমেদ পরিচালিত ওয়েব সিনেমায় ‘ফেলুদা’ হয়েছিলেন রুবেল।
এ ছাড়া ‘কাইজার’ সিরিজেও তাঁকে দেখা যায়। এসব সিনেমার মধ্যে রুবেল ‘চিরঞ্জীব মুজিব’কে বিশেষ বলে তুলে ধরেছিলেন। ২০২১ সালের ৩১ ডিসেম্বর মুক্তি পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। ‘পেয়ারার সুবাস’ নিয়ে দারুণ আশাবাদী ছিলেন রুবেল। শুক্রবার মুক্তি পেতে যাওয়া সিনেমাটির ট্রেইলার প্রকাশ হয়েছে মঙ্গলবার।


