বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত জানুয়ারী ২০২৪ এ ১৪৬ কোটি ৫৯ লাখ ৮২ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে ।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজিবি থেকে ।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জব্দ চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৬ কেজি ৬২০ গ্রাম সোনা, ১৪টি ট্রাক, ১টি বাস, ৭টি পিকআপ, ৩টি প্রাইভেট কার, ১৯টি সিএনজিচালিত অটোরিকশা এবং ৫৯টি মোটরসাইকেল। এ ছাড়া প্রসাধনী সামগ্রী, ইমিটেশন গয়না, শাড়ি, বিভিন্ন ধরনের পোশাক, কাঠ, চা–পাতা, কয়লা ও কষ্টিপাথরের মূর্তি জব্দ করা হয়েছে।
উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ৯টি পিস্তল, ৫টি বিভিন্ন প্রকার বন্দুক, ৮টি ম্যাগাজিন, পৌনে ৩ কেজি গানপাউডার ও ৩৩ রাউন্ড গুলি রয়েছে।
বিজিবি গত মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দ মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১০ লাখ ৪৮ হাজার ১৬৯ পিস ইয়াবা বড়ি, ৮ কেজি ৩১২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩৯ দশমিক ৩৭৪ কেজি হেরোইন, ১১ হাজার ৯৭৬ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য।
অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪৫ জন চোরাকারবারি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৫৭ জন বাংলাদেশি নাগরিক, ৬ জন ভারতীয় নাগরিক ও ১৮৭ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।