এ নির্বাচন ঘিরে হয়তো কোনো গুরুত্বপূর্ণ নেতা বা প্রার্থীকে লাশ বানানোর চক্রান্ত বিএনপির আছে। নির্বাচন সামনে রেখে বিএনপি গুপ্তহত্যার দিকে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল কাদের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই মন্তব্য করেন।
‘ডিসেম্বর থেকে তারা যে সরকার পতনের আন্দোলন শুরু করেছিল, তারা স্বাভাবিক আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার দিকে গেছে। এখন আমরা খবর পাচ্ছি, লন্ডন থেকে বার্তা দেওয়া হয়েছে যে তারা গুপ্তহত্যার দিকে যাবে। এ নির্বাচন ঘিরে হয়তো দেখা যাবে, কোনো গুরুত্বপূর্ণ নেতা বা প্রার্থীকে লাশ বানানোর চক্রান্ত তাদের আছে। আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’ এরকম বক্তব্যই করলেন তিনি।
এই নির্বাচনকে ব্যর্থ হতে দেওয়া হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার জনসভাগুলো জনসমুদ্রে পরিণত হচ্ছে। তারা কী টের পাচ্ছে না, মানুষ কত উৎসবমুখর, স্বতঃস্ফূর্তভাবে এ নির্বাচনে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। ৭ জানুয়ারি ভোটারের উপস্থিতি নিয়ে যারা সন্দেহ করছে, লিফলেট বিতরণ করছে, মানুষ যেন ভোট না দেয়—এমনও হতে পারে, তারা লাশ বানিয়ে আতঙ্ক সৃষ্টি করতে পারে। মানুষ যেন ভোটকেন্দ্রে না আসে। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও সতর্ক হতে হবে।
বিএনপি খুবই ভয়াবহ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, সবকিছু ব্যর্থ হওয়ার পর তারা এখন লিফলেট বিতরণ করছে। এখন প্রস্তুতি নিচ্ছে আরও ভয়ংকর কোনো হামলার। গুপ্তহত্যার পথে তারা যাচ্ছে, সেই খবর পাওয়া যাচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা যেটুকু খবর পেয়েছি, তারা মানুষ পুড়িয়ে, আন্দোলনের নামে গাড়ি পুড়িয়ে, বাস পুড়িয়ে, ট্রেন পুড়িয়ে মা ও সন্তানকে মেরে তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছে না। এখন তারা এই নির্বাচনের বিষয়ে লাশ বানানোর যে অপরাজনীতি, সে পথেও তারা যেতে পারে।’