ভোটকেন্দ্রে যেতে ভোটারদের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে আওয়ামী লীগবলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা একইসাথে বলেন তাদের এ চেষ্টা সফল হবে নাএবং এসব করে নির্বাচনী বৈতরণি পার হওয়া যাবে না। বরং নির্বাচনের নামে এই একতরফা প্রহসন জনগণ প্রত্যাখ্যান করেছে।
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টন থেকে বিজয়নগর পর্যন্ত মিছিল ও লিফলেট বিতরণ করে গণতন্ত্র মঞ্চ। এই আহ্বানের নাম দেন ‘একতরফা ভোট বর্জন করুন’ । মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন মঞ্চের নেতা–কর্মীরা।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, দেশের অধিকাংশ মানুষের মতামত উপেক্ষা করে সরকার নির্বাচনের নামে একতরফা প্রহসন মঞ্চস্থ করছে। এ তামাশা প্রত্যাখ্যান করেছে জনগণ। আগামী ৭ তারিখ জনগণ ভোটকেন্দ্রে যাবে না জেনেই সরকার সারা দেশে জোর করে মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের হুমকি দিচ্ছে ও ত্রাসের সৃষ্টি করছে। তিনি আরও বলেন, এসব করে নির্বাচনী বৈতরণি পার হওয়া যাবে না। গণ–আন্দোলনের মধ্য দিয়ে জনগণ ভোটাধিকার প্রতিষ্ঠা করবে।