আমার বাংলাদেশ পার্টির নেতারা অভিযোগ করেছেন যে ভোট চুরি করে গদি আঁকড়ে থাকতে আওয়ামী লীগ নির্বাচন আয়োজন করেছে তাই জনগণকে এই নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচন সব দিক দিয়ে অবৈধ ও সংবিধানের লঙ্ঘন। আওয়ামী লীগ জাতির সঙ্গে প্রচারণা করছে। তারা ভোট চুরি করে গদি আঁকড়ে থাকার জন্য এই নির্বাচন আয়োজন করেছে।
আজ ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিজয়নগর ও পল্টন এলাকায় নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে প্রচারপত্র বিলি শেষে পথসভায় এবি পার্টির নেতারা এসব কথা বলেন। তাঁরা পুরানা পল্টন, বিজয়নগর, নয়াপল্টন, কাকরাইল, সেগুনবাগিচাসহ বিভিন্ন এলাকায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে প্রচারপত্র বিলি করেন।
সাধারণ ভোটারদের উদ্দেশে বলেন, যাঁরা নৌকা বা নানা মার্কা সম্বল করে আপনাদের কাছে ভোট চাইতে যাবেন, তাঁদের কাছে জিজ্ঞাসা করবেন, ১০ টাকা কেজি দরে চাল কোথায়, বিনা মূল্যে সার কই, সাগর–রুনি হত্যার বিচার কেন হয়নি? এসব প্রশ্নের উত্তর ছাড়া কেউ ভোট দিতে যাবেন না বলেছেন মজিবুর রহমান। এসময় তিনি রংপুরে প্রচারপত্র বিলি কর্মসূচি থেকে এবি পার্টির তিন নেতাকে গ্রেপ্তার এবং থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ তুলে এর নিন্দা জানান।
এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, অফিস সম্পাদক আবদুল্লাহ আল মামুন, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেন, শ্রমিকনেতা শাহ আবদুর রহমান প্রমুখ এই সময় বক্তব্য দেন ।