টাইগারদের আত্মবিশ্বাস বাড়িয়েছে শেষ ম্যাচে কিউইদের মাটিতে প্রথমবার ওয়ানডে জয় যদিও ওয়ানডেতে সিরিজ হেরেছিল। সেই আত্মবিশ্বাস নিয়ে এবার টি-টোয়েন্টিতে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল। লক্ষ্য এবার প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে তাদের মাঠে টি-টোয়েন্টি জেতা।বুধবার (২৭ ডিসেম্বর) স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ফিল্ডিং করে বাংলাদেশ।
নিউজিল্যান্ডে টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
জয়ের লক্ষ্যে প্রথম পর্বটা ভালোই কেটেছে সফরকারীদের। বাংলাদেশের বোলারদের কঠিন নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান করেছে ।
ইনিংসের প্রথম ওভারেই মেহেদি তার বোলিং জাদু দেখিয়ে দিয়েছিলো । দ্বিতীয় ওভারে ঝড় তোলেন শরিফুল ইসলাম। শরিফুল ইসলাম দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুই উইকেট তুলে নিয়েছেন।
নিউজিল্যান্ড পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে ৩ উইকেট হারানোর পর।ড্যারিল মিচেল তাদের টেনে তোলার চেষ্টায় ছিলেন। কিন্তু পঞ্চম ওভারে শেখ মেহেদীর জন্য তাকে বিদায় যেতে হয়েছে । শেখ মেহেদীর অফস্পিনারের ঘূর্ণি বলটি ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি মিচেলফলাফলে ১৪ রানে বোল্ড হয়েছেন।
যখন ২০ রানে চার উইকেট পতন হয় তখন প্রচন্ড চাপে ছিল নিউজিল্যান্ড। এমন অবস্থাতে রান বাড়িয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন চ্যাপম্যান ও নিশাম। কিন্তু লেগ স্পিনার রিশাদ হোসেন এই জুটি ভেঙে কিউইদের পঞ্চম উইকেট তুলে নেন । তার প্রথম ওভারে মেরে খেলতে গিয়েছিলেন চ্যাপম্যান। ফলাফল বাউন্ডারি লাইনে তানজিম সাকিবের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ফেরার আগে চ্যাপম্যান ১৯ বলে ১৯ রান করেন।
৫০ রানে পাঁচ উইকেট হারানোর পর খেলার মোড় ঘুরাতে চেষ্টা করেছিল স্যান্টনার ও নিশাম । দারুণ ব্যাটিংয়ে রান তুলছিলেন তারা। শরিফুল এর বোলিং ও সৌম্যর ক্যাচ এই দুইয়ের জন্যে টিকতে পারেনি হুমকি হয়ে ওঠা ৪১ রানের এই জুটি।
স্যান্টনারকে আউট করলেও প্রান্ত আগলে ঝড়ো ব্যাটিংয়ে স্কোর শতরান ছাড়িয়েছে নিশাম। তার ব্যাটেই । আরও বিপজ্জনক হওয়ার আগেই তাকে তালুবন্দি করিয়েছেন মোস্তাফিজুর। তার ফুলটসে আফিফের হাতে ক্যাচ দিয়েছেন নিশাম। ফেরার আগে কিউই ব্যাটার ২৯ বলে ৪৮ রান করেন।
শেষ দিকে কিউইদের রান বাড়াতে সেভাবে সুযোগ দেয়নি বাংলাদেশ। বরং শেষ ওভারে নবম উইকেট হারিয়েছে স্বাগতিকরা। রিভিউ নিয়ে সোধিকে গ্লাভসবন্দি করিয়েছেন তানজিম সাকিব।