২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায়। ধ্বংস হয়ে গেছে সেখানকার ৬০ শতাংশ বাড়িঘর ও স্থাপনা। গতকাল রোববার ছিল ইসরায়েলি হামলার ৭৯তম দিন। অবিলম্বে এ যুদ্ধ বন্ধের দাবিতে আগের দিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ঘিরে যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আছে, এমন প্রতিষ্ঠানের পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।

শনিবার বড় ধরনের বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। অক্সফোর্ড স্ট্রিটে জড়ো হন কয়েক হাজার বিক্ষোভকারী। এতে বড়দিনের এক দিন আগে ব্যস্ততম এই বাণিজ্যিক এলাকা স্থবির হয়ে পড়ে।

অধিকার সংগঠন সিস্টারস আনকাট ও বিক্ষোভের আয়োজকেরা শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘যখন একটি গণহত্যা ঘটছে, তখন স্বাভাবিকভাবে আর বড়দিন উদ্‌যাপন করা যায় না।’

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আছে, এমন প্রতিষ্ঠানের পণ্য বর্জনের আহ্বান জানিয়ে অধিকার সংগঠনটি লিখেছে, ‘আমরা যখন পুঁজির প্রবাহে বাধা দিই, তখন আমরা মূলত নিষ্ঠুর দখলদারত্বের মর্মেই আঘাত করি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here