‘নৌকা মার্কায় ভোট না দিলে পানি-বিদ্যুৎ-গ্যাস কিচ্ছু থাকব না’- শেখ ফরিদ ভূঁইয়া

0
88

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া ওরফে মাসুম মন্তব্য করেছেন নৌকা মার্কায় ভোট না দিলে পানি-বিদ্যুৎ-গ্যাস থাকবে না। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পক্ষে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এই কথা বলেন।

এই অংশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নারায়ণগঞ্জ-১ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আজ রোববার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি ওই ছাত্রলীগ নেতার বক্তব্যের বিষয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করলে পুলিশ সুপার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ছাত্রলীগ নেতা শেখ ফরিদ ভূঁইয়া মাসুম এই ব্যাপারে বলেন, ‘অতীতে অনেকেই রূপগঞ্জের ক্ষমতায় ছিলেন। কিন্তু কেউ এই ঋষিপাড়ার মানুষকে মূল্যায়ন করেননি। গোলাম দস্তগীর গাজী তাঁদের গ্যাস, বিদ্যুৎ, পানির ব্যবস্থা করেছেন। তাঁদের মন্দির করে দিয়েছেন। তিনি নির্বাচিত না হলে আবারও ঋষিপাড়ার মানুষ অবহেলিত হবেন। তাঁদের গ্যাসের সমস্যা, পানির সমস্যা সৃষ্টি হবে। বক্তব্যে আমি সে কথাই বলেছি। বিপক্ষের প্রার্থীরা এটাকে ভিন্নভাবে উপস্থাপন করছেন।’
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রাতে ঋষিপাড়া পঞ্চায়েত কমিটি এলাকার মন্দিরের সামনে ওই উঠান বৈঠকের আয়োজন করা হয়। প্রায় ছয় মিনিট বক্তব্য দেন শেখ ফরিদ ভূঁইয়া। তাঁকে বলতে শোনা যায়, ‘এখানকার (ঋষিপাড়া) মা–খালারা জানেন, আজ থেকে ১০ বছর আগেও কিন্তু এত সুন্দর মন্দির ছিল না। উপজেলার সবচেয়ে পুরোনো মন্দির কালীবাড়ি মন্দির। সেই মন্দির থেকেও ঋষিপাড়ার মন্দিরটি সুন্দর। গোলাম দস্তগীর সব সময় আপনাদের পাশে আছেন। আপনাদের বয়স্ক ভাতা দিচ্ছেন, পানি দিচ্ছে, গ্যাস দিচ্ছে। সব দিকের গ্যাস কিন্তু কাইটা দিছে, একমাত্র মুড়াপাড়ার গ্যাসে কেউ হাত দিতে পারে নাই। এটা কিন্তু মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর অবদান।’

গোলাম দস্তগীর গাজীর পক্ষে ভোট চেয়ে শেখ ফরিদ ভূঁইয়া বলেন, ‘অনেকেই আইসা বলব, “আমিও আওয়ামী লীগ করি।” কিন্তু নেত্রী শেখ হাসিনার মার্কা হলো নৌকা। তিনি রূপগঞ্জে গাজী সাহেবকেই নৌকার দায়িত্ব দিছেন। আপনাদের আইসা কেউ যদি ভুলভাল বলে, আপনারা কিন্তু কোনো ভুল করবেন না। আপনাদের যে মূল্যবান ভোট, আপনাদের যে আমানত, এটা কিন্তু গাজী সাহেবকেই দিতে হবে। নৌকা মার্কায়ই আপনাদের ভোট দিতে হবে। এটা মনে রাইখেন। নয়তো এই যে আপনাগো পানি আছে, বিদ্যুৎ আছে, গ্যাস আছে—এইগুলা কিন্তু কিচ্ছু থাকব না। এইগুলা কিচ্ছু থাকব না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here