আজ মঙ্গলবার বেলা তিনটায় বিজয় শোভাযাত্রায় অংশ নিতে শত শত পিকআপ নিয়ে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনের সড়কে দলে দলে যোগ হচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত এ বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে জানানো হয়েছে আওয়ামী লীগের দপ্তর থেকে।
অবশ্য বিজয় শোভাযাত্রাটি গতকাল সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কুয়েতের আমিরের মৃত্যুতে গতকাল রাষ্ট্রীয় শোক পালন করায় এক দিন পিছিয়ে আজ শোভাযাত্রা করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব পাশে রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনের সড়কে হাজারো নেতা-কর্মী জড়ো হয়েছেন। বেলা আড়াইটায় শোভাযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও পৌনে তিনটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শোভাযাত্রা শুরু হয়নি।
ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে সড়কে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঢাকার বিভিন্ন এলাকা থেকে নৌকার প্রার্থীদের সমর্থনে নেতা-কর্মীরা বিজয় শোভাযাত্রায় অংশ নিচ্ছেন। পিকআপে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে পোস্টার টানানো হয়েছে। পিকআপগুলোতে ‘জয় বাংলা জিতবে এবার নৌকা’ গানটি অনবরত বাজানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here