ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) জানান বিশ্বে কয়লার চাহিদা কমতে পারে। মূলত চীনের নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে আরও বেশি হারে যুক্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হওয়ায় এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
চলতি বছর কয়লার চাহিদা ৮৫৪ কোটি মেট্রিক টনে পৌঁছাতে পারে বলে আইইএর পূর্বাভাস, এর আগে ২০২২ সালে আগের রেকর্ড ছিল ৮৪২ কোটি মেট্রিক টন। কয়লাবিষয়ক বার্ষিক প্রতিবেদনে আইইএ এই তথ্য জানিয়েছে।
গতকাল শুক্রবার সংস্থাটি বলেছে, বৈশ্বিক কয়লার চাহিদা চলতি বছর সর্বোচ্চ মাত্রায় পৌঁছাবে এবং আগামী তিন বছরে চাহিদা ২ শতাংশ কমবে। সিএনএনের সংবাদে বলা হয়েছে, এই প্রথম প্যারিসভিত্তিক জ্বালানি সংস্থাটি তিন বছরের মেয়াদে কয়লার চাহিদা হ্রাসের পূর্বাভাস দিল।
আইইএ আশা করছে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে কয়লার চাহিদা কমতে পারে; ২০২৬ সালের মধ্যে এই চাহিদা ২ দশমিক ৩ শতাংশ কমতে পারে বলে তাদের পূর্বাভাস। আইইএর জ্বালানি বাজার ও নিরাপত্তাবিষয়ক পরিচালক কেইসুকে সাদামোরি বলেছেন, এই পূর্বাভাস থেকে বোঝা যাচ্ছে, কয়লা ব্যবহারে পরিবর্তন আসতে যাচ্ছে।
সাদামোরি বলেছেন, এর আগে কয়লার ব্যবহার কমেছে সেই নজির আছে, কিন্তু তা খুবই স্বল্প সময়ের জন্য এবং সোভিয়েত ইউনিয়নের পতন ও কোভিড–১৯-এর মতো মহামারির কারণে তা ঘটেছে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। কয়লা ব্যবহার হ্রাসের সম্ভাবনা দেখা যাচ্ছে কাঠামোগত কারণে অর্থাৎ পরিবেশবান্ধব জ্বালানি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মধ্য দিয়ে এই পরিবর্তন আসতে যাচ্ছে। সিএনএনের সংবাদে বলা হয়েছে, আগামী তিন বছরে বিশ্বে নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদিত যত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে তার অর্ধেকেরও বেশি হবে চীনে। তথ্যানুসারে, বিশ্বের মোট কয়লার চাহিদার অর্ধেকেরও বেশি চীন থেকে আসে।


