মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বেলা আড়াইটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু করে বিএনপি।
শোভাযাত্রায় ‘দিয়েছি তো আরও দেব রক্ত’, ‘আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’ এরকম নানা স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি। দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। এ সময় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঈন খান বলেন, ‘বিজয় দিবসকে আওয়ামী লীগ সরকার পরাজয় দিবসে পরিণত করেছে।’
আজ বিজয় শোভাযাত্রায় আরও বেশি নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে ঢাকা মহানগরের সব থানা, ওয়ার্ড ও ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের শোভাযাত্রায় থাকতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুর, নারায়ণগঞ্জসহ ঢাকার আশপাশের কয়েকটি জেলা ও মহানগর থেকেও নেতা-কর্মীরা যোগ দিতে পারেন।