আজ মহান বিজয় দিবস। এইবার বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস পালিত হলো। দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপিত হচ্ছে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ভোর থেকেই ছিল মানুষের ভিড়। সারাদেশের সরকারি বেসরকারি প্রায় সব শিক্ষা প্রতিষ্টান এ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে বিজয় দিবস উপলক্ষে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদ্যাপিত হচ্ছে।
এটি একটি দীর্ঘ এবং ভয়ঙ্কর রাতের পরে উজ্জ্বল ভোরের মতো ফোটে উঠেছিল আমাদের এই স্বাধীনতা। স্বাধীনতার শীতল হাওয়া বইছিল ১৯৭১ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। বিজয় ও স্বাধীনতার আশা ক্রমাগত ধারণ করায় বিগত নয় মাস ধরে জাতিকে যে ভয় ও উদ্বেগ গ্রাস করেছিল তা অনেকটা ম্লান হয়ে যায়। একদিকে মুক্তিবাহিনীর গেরিলারা ঢাকা শহরে প্রবেশ করে বিভিন্ন স্থানে অবস্থান নেয়। একই সময়ে ভারতীয় বাহিনী তাদের অস্ত্রশস্ত্র নিয়ে শহরের সীমান্ত অঞ্চলে পৌঁছে যায়, অন্যদিকে দখলদার পাকিস্তান সেনাবাহিনী আমাদের কাছে নতজানু হয়ে যায়।