আজ সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের এই নির্দেশনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তবে এই বিষয়ে আজকের মন্ত্রিসভার আলোচ্য বিষয় ছিল না বলেও জানান তিনি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভা বৈঠক।
পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় মাঠপর্যায়ে নজরদারি বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে সরকার। যাঁরা অতিরিক্ত মুনাফা পাওয়ার চেষ্টা করছেন, তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা করতেও বলা হয়েছে।
ভারত সম্প্রতি পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। একেক বাজারে বিক্রেতারা পেঁয়াজের একেক রকম দাম রাখছেন।
সুনির্দিষ্ট কী নির্দেশনা ছিল, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকারের তরফ থেকে নির্দেশনা হচ্ছে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো। যাঁরা এসব কাজের (মজুরদারি করে অতিরিক্ত মুনাফা করা) সঙ্গে জড়িত, তাঁদের দিকে নজরদারি বাড়ানো এবং যাঁরা অতিরিক্ত মুনাফা পাওয়ার চেষ্টা করছেন, তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা করা। নির্দেশনা পাওয়ার পর আমাদের মাঠপর্যায়ের টিম কাজ করছে।’


