আমি বরাবরই যোদ্ধা, যুদ্ধ করেই জিতব – মাহিয়া মাহি

0
104

চিত্রনায়িকা মাহিয়া মাহি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন। আপিলের শুনানি শেষে মনোনয়ন ফিরে পেয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা থাকল না তার।

সোমবার (১১ ডিসেম্বর ২০২৩) দুপুরে রাজধানী ঢাকায় নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেতে তার আবেদন মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় ঘোষণা করেন।

“আমি আমার জায়গা থেকে সৎ ছিলাম। আজ সেটারই প্রতিদান পেলাম।” এরকমটাই বলেছেন মাহিয়া মাহি।

তিনি আরও বলেন, “আমি আজকে থেকে বিশ্বাস করতে শুরু করেছি যে, এই নির্বাচন কমিশনের অধীনে একটি শতভাগ সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে।” এসময় তার সঙ্গে ছিলেন স্বামী রকিব সরকার ও আইনজীবী।

মাহিয়া মাহি মনে করেন যে তার এলাকায় রাজশাহী-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তিনি আরো বলেন “আমার এলাকার জনগণ আমাকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। যদিও আমি নৌকা পাইনি। কিন্তু এলাকার জনগণ আমাকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায়। উৎসবমুখর পরিবেশে ভোট হবে, ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে জয়লাভ করব। আমি বরাবরাই যোদ্ধা, যুদ্ধ করেই জিতব আমি।”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহি। সেটি না পেয়ে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। তবে ১% ভোটারের সইয়ে ভুয়া ভোটার পাওয়ায় গত ৩ ডিসেম্বর তার মনোনয়ন বাতিল করেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here