Home আন্তর্জাতিক পুতিনের কাছে অসন্তোষ জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

পুতিনের কাছে অসন্তোষ জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

0
64

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবের সমর্থনে ভোট দেওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে অসন্তোষ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ রোববার নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, জাতিসংঘসহ অন্যান্য ফোরামে রাশিয়ার প্রতিনিধিরা ইরায়েলের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছেন, সে বিষয়ে রোববার পুতিনের কাছে অসন্তোষ প্রকাশ করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, সন্ত্রাসী হামলার শিকার হওয়ার পর ইসরায়েল যে শক্তি খাটিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে, একই পরিস্থিতিতে পড়লে অন্য কোনো দেশ এর চেয়ে কম শক্তি খাটাত না।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলায় ইসরায়েলে ১ হাজার ১৪৭ জন নিহত হন। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে উপত্যকাটিতে এ পর্যন্ত ১৭ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু।

গাজায় ইসরায়েলের হামলা ঘিরে জাতিসংঘ সনদের ৯৯ ধারা প্রয়োগ করেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। এরপর গত শুক্রবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব তোলে সংযুক্ত আরব আমিরাত। সেদিন ভোটাভুটিতে ওই প্রস্তাবের সমর্থন জানায় রাশিয়াসহ পরিষদের ১৩ সদস্য। তবে স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের ভেটোয় যুদ্ধবিরতি প্রস্তাব ব্যর্থ হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here