
বিপিএলের নবম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলানা টাইগার্সের বিপক্ষে টস জিতে বোলিংয়ে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে দুই দল।
হার দিয়ে বিপিএলের নবম আসর শুরু করা দুই দলই নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়াতে চায়। আজ প্রথম জয়ের লক্ষ্য নিয়ে আজ মুখোমুখি হচ্ছে দুই দল।খুলনা টাইগার্স একাদশ: ইয়াসির আলি চৌধুরী (অধিনায়ক), তামিম ইকবাল, ওয়াহাব রিয়াজ, আজম খান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, সাব্বির রহমান, হাবিবুর রহমান সোহান, পল ভ্যান মেকেরেন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: শুভাগত হোম (অধিনায়ক), আফিফ হোসেন, ইরফান শুক্কুর, জিয়াউর রহমান, ম্যাক্স ও’ডাউড, উনমুক্ত চাঁদ, আবু জায়েদ রাহি, মৃত্যুঞ্জয় চৌধুরী, আশান প্রিয়ঞ্জন, মেহেদী হাসান রানা, উসমান খান।