গাজীপুরের টঙ্গীতে গতকাল রোববার দুপুরে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে ২০২৩ইং শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছে। বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও স্কুল গর্ভনিং বডির সভাপতি এড. আজমত উল্লা খান,ও গভর্নিং বডির সদস্য ওসমানী আলী, আজাহার উদ্দিন বেপারী সহ প্রমুখ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে বই বিতরণী অনুষ্ঠানের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রছাত্রীরা নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয় এবং আনন্দ-উল্লাসে মেতে উঠে। আমরা নতুন বই পেয়ে অনেক অনেক খুশি হয়েছি। শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান বলেন, বছরের প্রথম দিনে আমরা ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দিতে সক্ষম হয়েছি। ছাত্রছাত্রীরাও নতুন বই পেয়ে খুবই আনন্দিত। আমরা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।


