গণসমাবেশস্থলের নাম ছাড়াই লিফলেট দিচ্ছে বিএনপি

0
183

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নেতা–কর্মীদের ভিড়

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নেতা–কর্মীদের ভিড়
ছবি: সাজিদ হোসেন

বিএনপির এই নেতা আনুমানিক ১৯ মিনিট এই এলাকায় লিফলেট বিতরণ করেছেন। এই সময়ের মধ্যে গণমাধ্যমের সঙ্গে দুবার কথা বলেছেন রিজভী।

সাধারণ মানুষ ও দোকানিদের হাতে যে লিফলেট দেওয়া হয়েছে, তাতে রাজধানীর কোথায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে, তা উল্লেখ নেই। শুধু সমাবেশের তারিখ ও সময় উল্লেখ করা হয়েছে।

ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে গত কয়েক সপ্তাহ ধরে উত্তাপ চলছে। ক্ষমতাসীন দল ও প্রশাসনের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা বলা হয়েছে। অন্যদিকে বিএনপি নয়াপল্টনে তাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায়। সমাবেশের স্থান নিয়ে তর্কবিতর্কের মধ্যেই বিএনপি এও বলেছে, সোহরাওয়ার্দী উদ্যানে তারা সমাবেশ করবে না। বিকল্প স্থান হিসেবে উপযুক্ত জায়গা পেলে তারা সেখানে সমাবেশ করবে। তবে সেটা যাতে ঢাকার অদূরে না হয়। সে জায়গা অবশ্যই মতিঝিল এলাকার আশপাশে হতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here