রাস্তায় রুবানার অপর দিকে পড়ে যাওয়া নুরুল আমিন নিজেকে সামলে উঠে দেখেন তাঁর ভাবির ওই অবস্থা। গাড়ির নিচে তাঁকে আটকে রাখা অবস্থায় গাড়িটি দ্রুতগতিতে চালিয়ে টিএসসির দিকে চলে যাচ্ছেন চালক। পেছন থেকে ধাওয়া করেন তিনি। এ সময় টিএসসি এলাকায় থাকা ভ্রাম্যমাণ খাবারের দোকানিরা ওই অবস্থা দেখে এগিয়ে যান গাড়ির নিচে আটকে থাকা নারীকে উদ্ধারে। তবে চালক কারও কথা শোনেননি।
বেপরোয়া গতিতে তিনি গাড়ি চালিয়ে চলে যান নীলক্ষেত মোড়ে। ওই মোড় পার হয়ে পলাশী অভিমুখী রাস্তায় ঢুকতেই তাঁর পথ আটকান পেছনে পেছনে আসা লোকজন ও টহল পুলিশের গাড়ি।
এরপর রুবিনা আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কিছুক্ষণ পরে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। রুবিনার মৃত্যুর খবরে স্বজনেরা ছুটে আসেন হাসপাতালে।


