আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষার কথা ভাবছে রাবি: ভিসি

0
219

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে আগামী শিক্ষাবর্ষ (২০২১-২২) থেকে বিভাগীয় পর্যায়ে আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলার সাব্বির সাত্তার তাপু।

সোমবার দুপুরে রাবির প্রথম বর্ষের প্রথম দিনের প্রথম শিফটের ভর্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান তিনি।

রাবি ভিসি বলেন, ভর্তিচ্ছুদের যাতায়াত সমস্যা ও অবস্থানগত হয়রানি কমাতেই এমন পরিকল্পনার কথা ভাবা হচ্ছে। শিক্ষার্থীরা দূরে গন্তব্য থেকে কষ্ট করে রাজশাহীতে আসছেন। তাদের যেমন ভোগান্তি হচ্ছে, তেমনি অভিভাবকরাও কম ভোগান্তিতে পড়েন না। আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা হলে তাদের এ ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here