খেলা হবে ডিসেম্বরে

0
139
খেলা হবে ডিসেম্বরে

আওয়ামীলীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি নেতা তারেক রহমান কে দেশের মানুষ ভয় পায়, তিনি বিদেশে প্রচুর টাকা পাচার করেছে। তিনি বিএনপিকে হুঁশিয়ার করে বলেন,আপনারা লাঠি নিয়ে খেলবেন, আগুন নিয়ে খেলবেন, আমরা দাড়িয়ে ,দাড়িয়ে ললীপপ খাবো এটা হবে না। আমাদের নেতা কর্মীরা বসে থাকবে না। 
খেলা হবে ডিসেম্বরে খেলা হবে। আগামী ১০তারিখে বিএনপির সমাবেশে কোন বাধা দেওয়া হবে না। তবে আগুন লাঠি নিয়ে খেলতে দেওয়া হবে না। ওবায়দুল কাদের আরও বলেন,  নেতা একজন শেখ হাসিনা, আমরা সবাই তার কর্মী ।
একই অনুষ্ঠানে যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন দেশের সার্বিক উন্নয়নে আবারো নৌকার কোন বিকল্প নেই। জামালপুর জেলা আওয়ামীলীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে তারা এসব কথা বলেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জামালপুর জিলা স্কুল মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারন সম্পাদক আ.ফ.ম বাহা উদ্দিন নাসিম এমপি ,সাংগঠনিক  সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেত্রীবৃন্দ । সম্মেলনের  দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ র নাম ঘোষণা করেন ।

The post খেলা হবে ডিসেম্বরে appeared first on বিজনেস বাংলাদেশ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here