টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্পের আবেদন

0
270

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের অ্যাকাউন্ট ফিরে পেতে ফ্লোরিডার ফেডারেল জজ আদালতের স্মরণাপন্ন হয়েছেন।

তিনি শুক্রবার আদালতে গিয়ে টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে ইনজাংশন জারির অনুরোধ করেছেন। খবর সিবিএস নিউজের।

এ বছরের শুরুতে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল। গত ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের প্রাণঘাতী হামলার পর ওই হামলার প্রশংসা করে টুইটারে পোস্ট দিয়েছিলেন সাবেক এ প্রেসিডেন্ট। টুইটার বিষয়টিকে তাদের অনুসৃত নীতির মারাত্মক লঙ্ঘন বলে বিবেচনা করেছিল।

ক্যাপিটল হিলের হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছিল। ট্রাম্পের সেই সময়কার ভূমিকায় ফেসবুকও তার অ্যাকাউন্ট স্থগিত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here