
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার কে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার ( ১ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন তারা।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার কে অব্যাহতি দেওয়া হল।
এছাড়া এখন থেকে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবে বর্তমান রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানজির আহমেদ খান রিয়াজ।
এদিকে তানজির আহমেদ খান রিয়াজকে ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব দেওয়ায় তার অনুসারীরা মিষ্টি বিতরণ করেছেন এবং ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।