যুবলীগ সমাজের প্রতিটি কাজে এগিয়ে আসে: খালেদ মাহমুদ 

0
149
যুবলীগ সমাজের প্রতিটি কাজে এগিয়ে আসে: খালেদ মাহমুদ 

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও এন‌এনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ বলেছেন, যুবলীগ হলো মানবিক যুবলীগ। সমাজের প্রতিটি কাজে তারা এগিয়ে আসে।
বৃহস্পতিবার বিকালে রাঙ্গুনিয়া উপজেলা পারুয়া ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক হলো একটি আদর্শ এবং মানবিকতা। রাজনীতি করতে হলে শিক্ষা অর্জন করতে হবে। আমি যে রাজনীতি করতে যাচ্ছি সেটার ভিতরের কথা জানতে হবে আরো অনেক চর্চা করতে হবে বলেও জানান তিনি।
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কবুতর উড়িয়ে উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু।

সম্মেলন ঘিরে ছিল উৎসব মুখর পরিবেশ এবং বিশাল মিছিল নিয়ে যুবলীগের সভাপতি পদ প্রার্থী মোঃ আব্দুল্লাহ সহ অন্যান্য পদ প্রার্থীরাও যোগদান করেন সম্মেলনে।

ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লোকমান হোসেন তালুকদার, পারুয়া ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জাহেদুর রহমান তালুকদার, সদস্য কাজী জহুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদজ মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, সহ সভাপতি পারভেজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, মাহমুদুল হাসান, শুভ শীল, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন আহমেদ, মোহাম্মদ আজিজ হোসেন, আবু রাশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মুরাদ, আবু তালেব সানি, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি সাঈদ মাহমুদ রণি, আওয়ামী লীগ নেতা বিজয় কুমার সেন, কাজী মামুনুল হক, কাঞ্চন চৌধুরী সানি, আবদুল্লাহ আল মামুন, জয়শ্রী মল্লীক, গিতা সেন, আবু তৈয়ব, ছাত্রলীগের সভাপতি মো. সোহেল প্রমুখ।

যুবলীগের সভাপতি পদ প্রার্থী মোঃ আব্দুল্লাহ বলেন, আমি আশাবাদী নির্বাচিত হবো। নতুন মুখের আগমন হবে। সংগঠনে প্রানচাঞ্চল ফিরে পাবে এবং প্রসার পাবে। আগামী নির্বাচনে ডা. হাছান মাহমুদ মহোদয়ের হাত কে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবো।

সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি ছাড়াও মো. আবদুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সম্পাদক ছাড়াও প্রতিদ্বন্ধিতা করছেন লুৎফর রহমান রিজভী এবং শিক্ষক অসীম বড়ুয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here