কারাগার থেকে এসএসসি দিচ্ছেন যে পরীক্ষার্থীরা

0
175
কারাগার থেকে এসএসসি দিচ্ছেন যে পরীক্ষার্থীরা

খাগড়াছড়িতে কারাগারে বসে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিচ্ছেন তিনজন পরীক্ষার্থী। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ।
আজ বৃহস্পতিবার থেকে (১৫ সেপ্টেম্বর) সারাদেশে একযোগে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় কারাগারের অফিস কক্ষে বসেই অংশ নেন এই তিন শিক্ষার্থী।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন, খাগড়াছড়ি পৌরসভার কদমতলী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে সোহাগ আলম এবং সে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র। সে একমাস আগে নারী ও শিশু নির্যাতনের মামলায় গ্রেফতার হয়ে কারাবাসী হয়। বাকি দুইজনের মধ্যে আরিফুল ইসলাম পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। কয়েকদিন আগে পুলিশের হাতে আটক হয়ে জেলে গেছেন। অপরজন নিপুণ ত্রিপুরা মাটিরাঙ্গা মিউনিসিপাল স্কুলের শিক্ষার্থী। একবছর ধরে সে কারাগারে আছে।

খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ বলেন, তিন শিক্ষার্থী কারাগারের অফিস কক্ষে বসে পরীক্ষা দিচ্ছে। তারা ৩ শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষা দিচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা পরীক্ষা দিতে বসছে। খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা জানান, জেলায় এবার তিন পরীক্ষার্থী কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা যাতে নির্ধারিত সময় পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য সব ধরণের ব্যবস্থা করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here