প্রকাশিত: ০৩:০৫ অপরাহ্ণ, ১৫ সেপ্টেম্বর ২০২২
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ৪৭৫ পিচ ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ। বুধবার ( ১৪ সেপ্টেম্বর ) রাত সাড়ে ১০টার দিকে সরাইল থানাধীন বড় দেওয়ানপাড়া সাকিনস্থ বড় দেওয়ানপাড়া কবরস্থান সংলগ্ন হ্যালো বেকারীর উত্তর পাশে পাকা রাস্তার উপর হইতে মাদকের অভিযান চালিয়ে তাদেরকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ শাহীন প্রকাশ গার্ড মার্ডার শাহিন (৩৮) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিন মৌড়াইল এলাকার মৃত জালাল মিয়া ছেলে ও একই উপজেলার কাজীপাড়া (দরগা মহল্লা, পৌরসভা এলাকা ৮ নং ওয়ার্ড) এলাকার মৃত আবদুল খালেক সরকারের ছেলে বাবু সরকার (৩৮)।
জানা গেছে , ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার সরাইল সার্কেল এর দিক-নির্দেশনায় এবং সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেনের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শেহাবুর রহমান এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/মোঃ সাইফুল ইসলাম, এসআই (নিরস্ত্র)/মোঃ জসিম উদ্দিন, এএসআই(নিরস্ত্র)/মোঃ সাইফুল ইসলাম মাদকের অভিযান চালিয়ে বুধবার ( ১৪ সেপ্টেম্বর ) রাত সাড়ে ১০টার দিকে সরাইল থানাধীন বড় দেওয়ানপাড়া সাকিনস্থ বড় দেওয়ানপাড়া কবরস্থান সংলগ্ন হ্যালো বেকারীর উত্তর পাশে পাকা রাস্তার উপর হইতে মোঃ শাহীন প্রকাশ গার্ড মার্ডার শাহিন (৩৮) ও বাবু সরকার (৩৮) কে আটক করা হয়, এ সময় তাদের কাছ থেকে ৪৭৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সরাইল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো.শেহাবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদক কারবারীদের কোন অবস্থাতে ছাড় দেওয়া হবে না। মাদক কারবারিরা দেশ ও জাতির শত্রু। ইতিমধ্যে গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা রুজু করা হয়েছে।
এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন বলেন,গ্রেপ্তারকৃত আসামী মোঃ শাহীন প্রকাশ গার্ড মার্ডার শাহিন বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতি ০১টি, মাদক মামলা- ৭টি, হত্যা মামলা ০১টাসহ মোট- ০৯টি মামলা রয়েছে এবং আসামী বাবু সরকার এর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ছিনতাই মামলা- ০১টি, মাদক মামলা- ০২টি, মোট- ০৩টি মামলা রয়েছে। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।