মাঠেই চলছে ক্লাস

0
107
মাঠেই চলছে ক্লাস

প্রকাশিত: ০৯:১৩ অপরাহ্ণ, ১৪ সেপ্টেম্বর ২০২২

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দক্ষিণ সিন্দুরনা প্রাথমিক বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষ। এর মধ্যে একটি শিক্ষকরা ব্যবহার করছেন। অন্যটি দখলে রেখে তাতে মালামাল রেখেছেন বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার। তাই একটি কক্ষে সব শ্রেণির পাঠদান দিচ্ছেন শিক্ষকরা। এমনকি বাধ্য হয়ে ঝড়-বৃষ্টির দিনে খোলা মাঠেও শিক্ষার্থীদের ক্লাস করাতে বাধ্য হচ্ছেন তারা।

শিক্ষকরা জানান, ২০১৮-১৯ অর্থ বছরে ৬৯ লাখ টাকা ব্যয়ে বিদ্যালেয়ের নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। দীর্ঘ ৪ বছরে নিমার্ণ কাজ শেষ না করে উল্টো বিদ্যালয়ের পুরাতন ভবনের একটি শ্রেণি কক্ষ দখল করে তাতে মালামাল রেখেছেন ঠিকাদার। বাধ্য হয়ে তাই একটি শ্রেণি কক্ষেই এক সঙ্গে চলছে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান। এছাড়া বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান হচ্ছে কখনো বারান্দায়, কখনো মাঠের খোলা আকাশের নিচে।

এবিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি একাধিকবার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) ও প্রাথমিক শিক্ষা বিভাগকে অবগত করা হয়েছে। কিন্তু কোনো ফলাফল আসেনি।’

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিঠুন বর্মণ বলেন, ‘ওই স্কুলের দায়িত্ব নিয়েছি ৬ মাস হলো। স্কুলটিতে ৩/৪ বছর ধরে সমস্যা চলছে। অভিযোগ পেয়েছি অচিরেই তদন্ত করে ব্যবস্থা নেবো।’

হাতিবান্ধা উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে তদন্ত হবে।‘

এবিষয়ে জানতে ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী নজির হোসেন বলেন, ‘ঠিকাদারকে অনেক চাপা দেওয়া হচ্ছে তারপরও তিনি কাজ শেষ করছেন না। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে বিদ্যালয়ের নতুন ভবন খুলে দেওয়া হবে।’

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন, ‘স্কুল ভবনের কক্ষ দখলে রেখে মালামাল রাখার বিষয়টি দুঃখ জনক। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here