চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৬

0
164

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে সোমবার আঘাত হানা ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্টের ১০ কিলোমিটার গভীরে স্থানীয় সময় দুপুর১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে,  প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে যে সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে ‘পাহাড়ের ভূমিধসের কারণে আবাসনের গুরুতর ক্ষতি হয়েছে। এতে কিছু এলাকায় টেলিযোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগও।

প্রাদেশিক রাজধানী চেংডুতেও ভূকম্পন অনুভূত হয়েছে। ওই শহরে যেখানে লাখ লাখ মানুষ কঠোর কোভিড লকডাউনের কারণে তাদের বাড়িতেই বন্দি রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন।

পাবঁচ শতাধিক উদ্ধারকর্মীকে কেন্দ্রস্থলে পাঠানো হয়েছে বলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানিয়েছে। এছাড়া আশেপাশের এলাকায় বেশ কিছু আফটারশক রেকর্ড করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here