রেস্তোরাঁয় প্রেমিককে নিয়ে খেয়ে ৫৪ হাজার টাকা বিল দিলেন প্রেমিকা

0
217

প্রেমিককে নিয়ে একটি ইতালীয় রেস্তোরাঁয় নৈশভোজে গিয়েছিলেন প্রেমিকা। খাবার খাওয়া শেষে ওয়েটার যে বিল ধরিয়ে দিল তা দেখে চোখ ছানাবড়া। বিল এসেছে ৫৭৬ ডলার, বাংলাদেশি মুদ্রায় ৫৪ হাজারের বেশি টাকা!

এভাবেই কি প্রেমিকাকে সর্বস্বান্ত করে ছাড়ছেন প্রেমিক! না; এ যুগলের পরিচয় জানলে চমকটা দমে যাবে অবশ্যই।

মার্কিন অভিনেতা পিট ডেভিডসনকে রেস্তোরাঁয় নিয়ে এভাবেই দুহাত খুলে খরচ করলেন মার্কিন রিয়েলিটি শোর তারকা কিম কার্দাশিয়ান।

কেনি ওয়েস্টের সঙ্গে বিচ্ছেদের কিম কার্দাশিয়ানে মজেছেন পিট ডেভিডসন। গত কয়েক কমাস ধরে ঘুরে বেড়াচ্ছেন এ জুটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here