করোনায় মারা গেলেন প্রখ্যাত সংগীতশিল্পী ভূপিন্দর সিং

0
267

করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী ভূপিন্দর সিং।

১০ দিনের লড়াইয়ের পর সোমবার রাত পৌনে ৮টার দিকে ৮২ বছরের এ সংগীতশিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

রেখে গেলেন হিন্দি, বাংলা ভাষায় অজস্র গান। বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান এ শিল্পী। একাধিকবার মূত্রনালির সংক্রমণে ভুগেছেন।

করোনায় আক্রান্ত হয়ে ১০ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভূপিন্দর সিং। চিকিৎসাধীন হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাতে মারা যান তিনি।

তার স্ত্রী মিতালী সিং বলেন, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ভূপিন্দরজির।

তা বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে— ‘এক আকেলা ইস শহর মে’, ‘নাম গুম যায়ে গা’, ‘দিল ঢুন্ডতা হ্যাঁয় ফির ওয়াহি’ ইত্যাদি। মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় অভিনীত ‘ত্রয়ী’ ছবিতে ভূপিন্দরের গাওয়া ‘কবে যে কোথায় কী যে হলো ভুল’ আজও এই প্রজন্মের প্রিয় গান।

তার ভারি কণ্ঠস্বরের নরম সুরে ‘মৌসম’, ‘সত্তে পে সত্তা’, ‘আহিস্তা’, ‘দুরিয়া’ ছবির গান শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।

শিল্পীর প্রয়াণে বিশিষ্ট সংগীতশিল্পী পঙ্কজ উদাস। তিনি বললেন, ভূপিন্দরজি আমার বড় ভাই ছিলেন। তার গায়ন রীতি, কণ্ঠস্বর সবার থেকে আলাদা। ফের ভূপিন্দর সংগীত দুনিয়া অভিভাবকহীন হলো। ফের দেশ তার আরও এক কৃতী সন্তানকে হারাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here