১০ বছরেও সংস্কার হয়নি হাছিরপাড়া সড়ক

0
214
dav

চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বোয়ালিয়াখাল ব্রিজ থেকে হাছিরপাড়া গাবতল ও সাইরাপাড়া সড়ক সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গত ১০ বছরে কোনো সংস্কার না করায় সড়কের মাঝে মাঝে ইট খুলে গিয়ে ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল তো দূরের কথা হেঁটে চলাও দায় হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটি বোয়ালিয়াখাল ব্রিজ থেকে শুরু হয়ে হাছিরপাড়া গাবতল থেকে সাইরাপাড়া মসজিদ পর্যন্ত বিস্তৃত। প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি ২০১২ সালে ব্রিক সলিং করা হয়। এর পর থেকে সড়কটি গত ১০ বছরে কোনো সংস্কার করা হয়নি।

সরেজমিন দেখা গেছে, সড়কটির বোয়ালিয়াখাল ব্রিজ থেকে হাছিরপাড়া গাবতল পর্যন্ত এক কিলোমিটার যেন এলাকাবাসীর গলার কাটা হয়ে পড়েছে। সেখানে মাঝে মাঝে ইট খুলে গিয়ে ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে জমে আছে বৃষ্টির পানি। সড়কে কাদা আর পানিতে মিলেমিশে একাকার। সড়কটি দিয়ে আমিরাবাদের হাছিরপাড়া, সাইরাপাড়া, বাইন্নাপাড়া, সুন্নিয়াপাড়া, কালীবাড়ি এলাকার প্রায় ৮ হাজার মানুষ চলাচল করে। এ ছাড়া সুখছড়ি রহমানিয়া দাখিল মাদ্রাসা, সুখছড়ি রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হযরত আবু বক্কর ছিদ্দিক (রা.) এবতেদায়ি মাদ্রাসা ও সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এ সড়ক দিয়ে যাতায়াত করে।

স্থানীয় ভুক্তভোগী মো. কায়সার জানান, মাটিবাহী অতিরিক্ত ট্রাক চলাচলের কারণে সড়কটির অবস্থা বেহাল। সড়ক খারাপ হওয়ায় রিকশা নিয়েও যাতায়াত করা যায় না। সড়কটি সংস্কার করা অতিজরুরি।

স্থানীয় ইউপি সদস্য এম মামুন উদ্দিন জানান, সড়কটির বোয়ালিয়াখাল ব্রিজ থেকে ৭০০ ফুট কার্পেটিং হওয়ার কথা ছিল। করোনার কারণে সড়কের কাজ আর হয়নি। আশা করি শিগগিরই সড়কের কাজ শুরু হবে।

উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) ইফরাদ বিন মুনির যুগান্তরকে জানান, সড়কটির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here