উইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে পেরে যা বললেন তামিম

0
170

টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধরাশায়ী হয়েছে বাংলাদেশ। তাই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সামনে চ্যালেঞ্জটা ছিল পাহাড়সম।

আর সেই চ্যালেঞ্জ বেশ ভালোভাবেই মোকাবিলা করে সফল হয়েছেন তামিম।

সামনে থেকে নেতৃত্ব দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়েছেন টাইগাররা। বলতে গেলে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়ে টেস্ট আর টি-টোয়েন্টি হারের প্রতিশোধ নিল বাংলাদেশ।

এমন দারুণ এক সিরিজ জয়ের প্রতিক্রিয়ায় তামিম ইকবাল বলেছেন, ‘হ্যাঁ অবশ্যই আমি আমাদের অর্জনে (সিরিজ জয়ে) গর্বিত। আমরা ঘরের মাঠে সবসময়ই ভালো ছিলাম। কিন্তু এটি ব্যাক টু ব্যাক অ্যাওয়ে সিরিজ জিতেছি আমরা। আমি আমার দলের জন্য খুব গর্বিত। আপনারা দেখেছেন যে, উইকেট ও কন্ডিশন বেশ কঠিন ছিল। তবে আমাদের স্পিনশক্তি তুলনামূলক ভালো ছিল। বোলাররা তাদের সেই প্রতিভা দারুণভাবে কাজে লাগিয়েছে। আমরা সিরিজ জয় করেছি।’

গোটা সিরিজেই বাংলাদেশ দলের অন্যতম সেরা কয়েকজন খেলোয়াড় অনুপস্থিত ছিলেন। সাকিব, মুশফিক খেলেননি। বিষয়টি কেমন ভুগিয়েছে?

জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অবশ্যই আমরা শীর্ষ পাঁচ থেকে তিনজন খেলোয়াড়কে মিস করেছি। তবে এটি দলের ছেলেদের (নতুন বা তরুণদের) জন্য একটি দুর্দান্ত সুযোগ ছিল। আমি মনে করি তারা সে সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে।’

এর পর সোহান, নাসুম ও তাইজুলের প্রশংসা করেন তামিম।

বলেন, ‘বিশেষ করে সোহানের মতো খেলোয়াড়রা দারুণ খেলেছে। সে যখনই সুযোগ পেয়েছে ভালো করেছে। আজ (শেষ ওয়ানডে) আরেকটি উদাহরণ দেখিয়েছে সোহান। গুরুত্বপূর্ণ সময়ে সে হাল ধরেছে। ঠাণ্ডা মাথায় শান্তভাবে ব্যাটিং করেছে সোহান। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি ভালো একটি উদাহরণ। আর নাসুম যেভাবে বোলিং করেছে এবং সোহান যেভাবে ব্যাটিং করেছে তা সিরিজের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। মিরাজ তো সবসময়ই দারুণ পারফর্ম করে। কিন্তু এই দুটি (সোহান ও নাসুম) ছিল এবার অনন্য। ’

এর পর শেষ ম্যাচে সুযোগ পাওয়া স্পিনার তাইজুলের প্রশংসা করেন তামিম। বলেন, ‘আমাকে তাইজুলের নাম উল্লেখ করতেই হবে। পুরো সফর জুড়ে সে দলের সঙ্গে ছিল কিন্তু মাঠে নামতে পারেননি। কিন্তু প্রতিটি অনুশীলন সেশনে তাকে দেখা গেছে। যখনই সে সুযোগ পায় তখনই সেটি দারুণ কাজে লাগায়। তাই কিছু বিষয় আছে, যা আমরা অবশ্যই ফিরিয়ে আনব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here