মধুপুরের সেই আলোচিত ইউনিয়নে নির্বাচন আজ

0
254

টাঙ্গাইলের মধুপুরের স্থগিত হওয়া দুই ইউনিয়নের অন্যতম অরণখোলা ইউনিয়নের নির্বাচন আজ (বুধবার) অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে নৌকার প্রার্থীসহ তিনজন চেয়ারম্যানপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯ কেন্দ্রে এ ভোটগ্রহণ হবে। রিটার্নিং কর্মকর্তা ও ধনবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা করুণাসিন্ধু চাকলাদার জানান, সুষ্ঠু নির্বাচন করতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য নিয়োজিত থাকবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, টাঙ্গাইলের মধুপুরের ৮ ইউনিয়নের অন্যতম অরণখোলা ইউনিয়নে ১৫ জুন নির্বাচন হওয়ার কথা ছিল।

কিন্তু নৌকায় ভোট না দিলে ভোটারদের কেন্দ্রে আসতে নিষেধ করেন মধুপুর উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক। তার বক্তব্যের জেরে নির্বাচনি পরিবেশ নষ্ট হওয়ায় অরণখোলা ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিতর্কিত বক্তব্য দেওয়া নেতার বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশে সংশ্লিষ্ট আইনে (জিআর) মামলা হয়েছে।

ওই নেতার বক্তব্যের কারণে নৌকার প্রার্থী মো. আব্দুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যেই আব্দুর রহিম নোটিশের জবাব দেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে। এর পরই আবার ভোটগ্রহণের জন্য নতুন তারিখ ঘোষণা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here