বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিশুমেলা মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র অর্পণ ধর। এছাড়া গত ২৬ জুন ঢাকায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির হাত থেকে প্রথম পুরস্কার গ্রহণ করে সে।
‘বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে’ ষষ্ট থেকে দশম গ্রুপে অংশগ্রহণ করে প্রথম হয় সে। পুরস্কার হিসেবে তাকে নগদ টাকা, সনদ, ব্যাগ ও বই দেওয়া হয়। একজন প্রতিবন্ধী হয়ে এমন পুরস্কার অর্জনে খুশি মা-বাবাসহ স্কুলের সবাই।
শিশুমেলা মডেল স্কুলের অধ্যক্ষ জয়নাব আবেদীন বলেন, অর্পণ ধর একজন প্রতিবন্ধী। চলাফেরায় অক্ষম হলেও হুইলচেয়ারে বসে সে প্রতিদিন স্কুলে আসে। তার পুরস্কার অর্জন সত্যিই আমাদের জন্য গর্বের বিষয়।
অর্পণ ধর উপজেলার কোদালা ইউনিয়নের বণিকপাড়া গ্রামের রুপন ধর ও পম্পি ধরের ছেলে।


