সালাহউদ্দিন লাভলু কি পারবেন তার চিরকুমারত্ব ঠেকাতে? উর্মিলা কর কি আজীবন পুরুষবিদ্বেষী হয়ে থাকবেন? নাকি কারও ঘরণী হবেন? মৌসুমী হামিদ কি পারবেন মামলা ঠুকে হলেও বোনের বিয়ে দিতে?
নিজে বিয়ের পিঁড়িতে বসতে এবং শ্যামল মওলার ঘরণী হতে? আইনুন পুতুল আর রমিজ রাজুর লুকিয়ে লুকিয়ে প্রেম আর কতদিন চলবে? সালাহউদ্দিন লাভলুর এই মধ্য বয়সে একজন পাত্রী জুটলেই খুলে যাবে সব সমস্যার জট।
মাসুম রেজার গল্পে এমনই চিত্র দেখা যাবে ‘ উকিল বশীকরণ’ নাটকে। ঈমাম হোসাইনের প্রযোজনা ও নির্দেশনায় নাটকটি ঈদের দ্বিতীয় দিন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে।
এই নাটকে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, সালাহউদ্দিন লাভলু, মৌসুমী হামিদ, শ্যামল মওলা, উর্মিলা শ্রাবন্তী কর, রমিজ রাজু ও আইনুন পুতুল।


