মিশিগানে চুনারুঘাট সোসাইটির পিকনিক

0
347

যুক্তরাষ্ট্রের মিশিগানে পিকনিক করেছে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার প্রবাসীরা। রোববার (২৬ জুন) শেলবি টাউনশিপের স্টোনি কেক্র মোট্রোপার্কে চুনারুঘাট সোসাইটি অব মিশিগান এই পিকনিকের আয়োজন করে। স্বাগত বক্তব্যের মাধ্যমে পিকনিকের উদ্বোধন ঘোষণা করেন সোসাইটির সভাপতি আমিনুর রশীদ চৌধুরী কাপতান।

দিনভর এ আয়োজনে অতিথি হিসেবে অংশ নিয়েছেন অন্য জেলার প্রবাসীরাও। চলে ছোট ছোট শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা ও নারীদের বিভিন্ন ধরনের খেলা আর বড়দের চিরাচরিত আড্ডা। পরিবার-পরিজন নিয়ে প্রবাসীরা আনন্দে উৎসবে মেতে উঠেন। উপভোগ করেন প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য।

সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খালেদের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে রাখেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি জাবেদ চৌধুরী, চট্ট্রগাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লুৎফুর রহমান, জালালাবাদ সোসাইটির সাবেক উপদেষ্টা খলকুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুমন কবির, হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি ওয়াহিদুজ্জামান আগা, বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তন শিক্ষক গোলাম রব্বানী, হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ, সেক্রেটারি শেখ তাজউদ্দিন, সহ-সভাপতি মিজান মিয়া জসিম, মিশিগান বাংলা প্রেস ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, কোষাধ্যক্ষ আশিকুর রহমান প্রমুখ।

আরও বক্তব্যে রাখেন- চুনারুঘাট সোসাইটির সহসভাপতি মোহাম্মদ সায়েদুল হক, নিবাস চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মো.গোলাম আযম,সহসম্পাদক কামাল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ লস্কর মিশন, মহিলা সম্পাদক সৈয়দা ইয়াসমিন নাহার, প্রচার সম্পাদক সোহেল খান, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পদক মোহাম্মদ এস উদ্দিন ফয়সল, অর্থ সম্পাদক মো. আব্দুল কুদ্দুছ, লুৎফুর রহমান স্বপন, ফজলুল হক খান প্রমুখ।

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সোসাইটির নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here