ঈদের দিন যেমন থাকতে পারে আবহাওয়া

0
327

পবিত্র ঈদুল আজহার দিন ঢাকার আকাশ থাকতে পারে মেঘলা। সামান্য বৃষ্টিও হতে পারে।

বুধবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।

এ আবহাওয়াবিদের মতে, ঢাকায় ঈদুল আজহার দিন খুব বেশি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

মো. হাফিজুর রহমান বলেন, সকাল থেকে ঢাকার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন। দিনে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মাঝে মধ্যে সামান্য বৃষ্টি হতেও পারে। তবে ভারি বৃষ্টির সম্ভাবনা নেই।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here