নিয়মভাঙার অভিযোগ বরুণ-কিয়ারার বিরুদ্ধে

0
205

মেট্রোর মধ্যে বড়া পাও খেতে ব্যস্ত বরুণ ধাওয়ান, কিয়ারা আদভানি ও অনিল কাপুর। খেতে খেতে মাঝে মধ্যেই ছবি তোলার জন্য পোজও দিচ্ছিলেন। চলন্ত মেট্রোয় উঠে দাঁড়াতে গিয়ে মাঝে একবার বেসামাল হয়ে পড়ছিলেন কিয়ারা, তবে সামাল দিলেন বরুণ।

সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে সমালোচনার মুখে পড়েছেন বরুণ, কিয়ারা ও অনিল।

এ ভিডিও দেখে প্রশ্ন তোলা হচ্ছে— মেট্রোতে খাওয়ার অনুমতি আদৌ আছে কি? কেউ আবার লিখেছেন— ভিআইপি ট্রিটমেন্ট। কারও প্রশ্ন— তারকা বলেই কি তারা মেট্রোর নিয়ম ভাঙতে পারেন? কেউ নিয়মভাঙার অভিযোগে বরুণ, কিয়ারাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।

রাজ মেহতা পরিচালিত সিনেমা যুগ যুগ জিওর প্রচার চালাচ্ছেন অনিল কাপুর, বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানি। এর জন্যই সম্প্রতি মেট্রোয় উঠেছিলেন এই তিন তারকা। তবে বরুণ তো বলেই বসলেন, মুম্বাইয়ের ট্রাফিক এড়াতে মেট্রোয় যাওয়াই ভালো।

প্রসঙ্গত, যুগ যুগ জিও সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২৪ জুন। এই ছবিতে বরুণ, কিয়ারা, অনিল ছাড়াও রয়েছেন নিতু কাপুর, মনীষ পাল, প্রযুক্তি কোলিসহ আরও অনেক তারকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here