কুয়েতের স্থানীয় আইন লঙ্ঘন করে প্রবাসীদের বিক্ষোভ

0
219

কুয়েতের স্থানীয় আইন লঙ্ঘন করে হযরত মোহাম্মদ (সাঃ) অবমাননায় অবস্থান ও বিক্ষোভ করে প্রবাসীরা। দেশটিতে বিদেশী ও প্রবাসীদের যে কোনো ধরনের বিক্ষোভ সভা সমাবেশ করা নিষিদ্ধ ও দণ্ডনীয়।

কুয়েতের ফাহাহিল এলাকায় শুক্রবার জুমার নামাজ শেষে কিছু সংখ্যক প্রবাসী নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সমর্থনে অবস্থান ও বিক্ষোভের আয়োজন করে। শনিবার স্থানীয় আরবি দৈনিক আল রাই পত্রিকায় অবস্থান ও বিক্ষোভের সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ উল্লেখ করা হয় আইন লঙ্ঘন করার প্রবাসীদের গ্রেফতার নির্দেশ জারি করা হয়। গ্রেফতার কাজ করছে স্থানীয় প্রশাসন। গ্রেফতারকৃতদের নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং তারা পুনরায় যেন কুয়েতে প্রবেশ করতে না পারে সেই নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসীসহ সবাইকে যথাযথভাবে স্থানীয় আইন মেনে চলতে বলা হয়েছে।

হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে ভারতে বিজেপি দুই নেতা অবমাননাকর বক্তব্য প্রতিবাদের ঝড় শুরু হয় কুয়েত, কাতার,আরব আমিরাত সহ আরব দেশ গুলো থেকে এরপর বিভিন্ন দেশের মুসলিম নাগরিকরা বিক্ষোভ ও প্রতিবাদ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here