এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচ হেরে ফিফা র্যাংকিংয়ে আরও অবনমনের শঙ্কায় জামাল ভূঁইয়ারা। মার্চে প্রকাশিত বাংলাদেশের সবশেষ র্যাংকিং ছিল ১৮৮। এখন দুই ম্যাচ হারায় রেটিং পয়েন্ট কমেছে অনেক। তাই র্যাংকিংয়ে অবনমন প্রায় নিশ্চিত।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বাহরাইনের কাছে ২-০ গোলে এবং শনিবার দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে ২-১ গোলে হেরেছেন জামাল ভূঁইয়ারা।
মার্চে প্রকাশিত র্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯০৩.৯৮। দুটি ম্যাচ হেরে ১১.৯৯ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। জানা গেছে, ১১ জুন পর্যন্ত ৮৯১.৯৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ ১৯০ এর নিচে নেমে যেতে পারে। ফিফার র্যাংকিং অ্যালগরিদম বিশ্লেষণ করে এ খবর জানিয়েছে ফুটি র্যাংকিংস।
এদিকে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ই-গ্রুপে মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচ স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে রোববার সকালে হোটেলেই জিম ও সুইমিং করে সময় কাটিয়েছেন জামাল ভূঁইয়ারা। দুই ম্যাচ হারার পর এই টুর্নামেন্ট থেকে বিদায় প্রায় নিশ্চিত বাংলাদেশের। শেষ ম্যাচ থেকে কিছু অর্জন করতে পারলে সেটাই হবে বাংলাদেশের জন্য বড় পাওয়া। তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচের পর হতাশা প্রকাশ করে বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘এই ম্যাচ থেকে দলের কিছু পাওয়া উচিত ছিল। অন্তত একটি পয়েন্ট না পাওয়ায় বাংলাদেশ দলের খেলোয়াড়রাও হতাশ। তবে বাংলাদেশ দলের জন্য ইতিবাচক বিষয় হলো খেলতে চাইলে যে খেলা যায় সেটা প্রমাণ হয়েছে এই ম্যাচে। তুর্কমেনিস্তান দুই পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও বাংলাদেশের লড়াই দেখেছে তারা।’


