কোরবানির গরু চুরি করে মাংস বিক্রি, যুবক আটক

0
220

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায কোরবানির গরু চুরি করে জবাইয়ের পর মাংস বিক্রির সময় কায়কোবাদ ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এরশাদ মিয়া নামে এক মাংস দোকানিসহ অন্য চোরেরা পালিয়ে যায়।

সোমবার ভোররাতে পৌরশহরের বড়বাজারে এ ঘটনা ঘটে। আটককৃত কায়কোবাদ ভূঁইয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোটকুড়িপাইকা গ্রামের মৃত আব্দুল আজিজ ভূঁইয়ার ছেলে।

জানা গেছে, উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোটকুড়িপাইকা গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম মাস্টার কোরবানি দেওয়ার জন্য একটি লাখ টাকা দামের ষাঁড় গরু লালনপালন করছিলেন। পাশের বাড়ির বাসিন্দা একাধিক মাদক মামলার আসামি কায়কোবাদ ভূঁইয়া গভীররাতে গোয়ালঘর থেকে গরুটি চুরি করে।

পরে রাতেই গরুটি জবাই করে ভোররাতে আখাউড়া পৌরশহরের বড় বাজারের মাংসের দোকানী এরশাদ মিয়ার কাছে বিক্রি করতে নিয়ে যায় কায়কোবাদ ও তার সঙ্গীয় চোরেরা।

আখাউড়া থানার এসআই নুপুর কুমার দাস যুগান্তরকে জানান, কায়কোবাদ ভূঁইয়াকে মাংসসহ দোকানে হাতেনাতে আটক করা হয়।

আখাউড়া থানার ওসি মিজানূর রহমান যুগান্তরকে জানান, চুরি করে জবাই করা গরুর তিন বস্তায় আড়াই মণ মাংসসহ একজনকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত ওই মাংসের বাজারমূল্য ৭৩ হাজার ৫০০ টাকা। চুরি যাওয়া ওই গরুর চামড়াসহ বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ।

অভিযুক্ত কায়কোবাদ ভূঁইয়াকে প্রেফতার দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here