ইউক্রেনের আরও ৩ যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া

0
167
MOSCOW, RUSSIA - OCTOBER 31, 2018: Chief of the Media Service and Information Directorate of the Russian Defence Ministry, Maj Gen Igor Konashenkov, gives a press briefing on the situation in the Idlib buffer zone in Syria. Vadim Savitsky/Russian Defence Ministry Press Office/TASS Ðîññèÿ. Ìîñêâà. Îôèöèàëüíûé ïðåäñòàâèòåëü Ìèíîáîðîíû ÐÔ Èãîðü Êîíàøåíêîâ íà áðèôèíãå Ìèíèñòåðñòâà îáîðîíû ÐÔ ïî îáñòàíîâêå â çîíå äåýñêàëàöèè "Èäëèá". Âàäèì Ñàâèöêèé/ïðåññ-ñëóæáà Ìèíîáîðîíû ÐÔ/ÒÀÑÑ

ইউক্রেনের আরও তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির দুটি শহরে স্থানীয় সময় শনিবার দুপুরে এসব বিমান ভূপাতিত করার ঘটনা ঘটেছে।

রুশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মিকোলায়িভ অঞ্চলে দুটি মিগ-২৯ বিমান ভূপাতিত করা হয়েছে। আর খারকিভ অঞ্চলে ভূপাতিত করা হয়েছে একটি এসইউ-২৫ যুদ্ধবিমান। খবর রয়টার্সের।

তবে এ বিষয়ে ইউক্রেনের তাৎক্ষণিক বক্তব্য জানা যায়নি। ইউক্রেনে রাশিয়ার দখলে থাকা খেরসন ও মারিউপোল শহরের বাসিন্দাদের পাসপোর্ট দিচ্ছে রুশ সরকার।
শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো খেরসনের ২৩ বাসিন্দার হাতে পাসপোর্ট তুলে দেওয়া হয়।

রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, খেরসনের হাজারো বাসিন্দা রাশিয়ার পাসপোর্ট পেতে আবেদন করেছিলেন। খেরসনে রাশিয়ার নিযুক্ত সামরিক গভর্নর ভলোদিমির সালদো বলেছেন, শহরটির বাসিন্দারা যত দ্রুত সম্ভব রাশিয়ার নাগরিকত্ব ও পাসপোর্ট পেতে আগ্রহ দেখিয়েছেন।

পাসপোর্ট সরবরাহে রাশিয়ার পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইউক্রেন। দেশটির ভাষ্য, রুশ পাসপোর্ট দেওয়ার মাধ্যমে ইউক্রেনের বাসিন্দাদের রাশিয়ার নাগরিক বানানো হচ্ছে। এর মধ্য দিয়ে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার ‘প্রকাশ্য লঙ্ঘন’ করা হয়েছে।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে। এ যুদ্ধে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার পাশাপাশি ইউরোপের দেশগুলো।

ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের হাতে সবার আগে পতন হয়েছিল দেশটির দক্ষিণাঞ্চলের বন্দরনগরী খেরসনের। শহরটিকে যত দ্রুত সম্ভব নিজের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে মস্কো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here