ইউক্রেনে আরেক রুশ মেজর জেনারেল নিহত

0
177

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর হামলায় রাশিয়ার সামরিক বাহিনীর আরও একজন মেজর জেনারেল নিহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ।

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের নিকোলায়েভকা এলাকায় যুদ্ধে রোমান কুতুজভ নামে রুশ ওই মেজর জেনারেল প্রাণ হারান বলে রোববার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়। খবর আনাদোলুর।

রুশ সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মেজর জেনারেল রোমান কুতুজভের নিহত হওয়ার কথা স্বীকার করেছে।

এর আগে মেজর জেনারেলসহ আরও ৫ রুশ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা নিহতের দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেন যুদ্ধে এর আগে গত ২৮ ফেব্রুয়ারি নিহত হন রুশ মেজর জেনারেল আন্দ্রেই সুখোভেতস্কি, ৭ মার্চ মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ, ১১ মার্চ মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ, ১৫ মার্চ মেজর জেনারেল ওলেভ মিতায়েভ ও ১৬ মার্চ লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই মর্দভিচেভ।

জাতিসংঘের হিসাবমতে, গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে নারী ও শিশুসহ ৮ হাজার ১৮৩ জন নিহত এবং ৫ হাজার ১৪ জন গুরুতর আহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও কয়েকগুণ বেশি বলে দাবি ইউক্রেনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here