প্রথমবারের মতো জুটি বাঁধছেন স্বস্তিকা-সোহম

0
210

প্রেমে বয়স কখনোই বাধা হয় না। এই কথার বারবার প্রমাণ হয়েছে ছবি থেকে রিয়েল লাইফে। সদ্য মুক্তি পাওয়া ‘শ্রীমতী’-র টিজারে দেখা মিলল তেমনই এক প্রেমের গল্পের। আর সেখানে জুটি বাঁধছেন সোহম চক্রবর্তী-স্বস্তিকা মূখার্জী।

শ্রীমতী পরিচালনায় রয়েছেন অর্জুন দত্ত। এটি অর্জুন দত্তের তৃতীয় ছবি।এর আগে অর্জুনের দুটি ছবি ‘অব্যক্ত’ ও ‘গুলদস্তা’ প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে।

এই ছবিতে প্রথমবার সোহম ও অর্জুন একে অপরের সঙ্গে কাজ করছেন। স্বস্তিকার সঙ্গে এটা অর্জুনের দ্বিতীয় কাজ। কান সিং সোধার প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাচ্ছে এই ছবিটি।

শুক্রবার মুক্তি পেয়েছে এই ছবির টিজার। সেখানে পাশাপাশি বসে রয়েছেন সোহম ও স্বস্তিকা।লাল বেনারসি, মাথায় ফুল সব মিলিয়ে দারুণ মানিয়েছে স্বস্তিকাকে। পাশে শার্ট-প্যান্ট চশমা পরিহিত সোহম। কলেজ থেকেই প্রেম করছে অনিন্দ্য আর শ্রীমতী। তবে কলেজে শ্রীমতী অনিন্দ্যর সিনিয়র ছিল। অর্থাৎ বয়সে অনিন্দ্যর থেকে বড় শ্রীমতী। দর্শকদের অনুরোধ করেছেন তাদের গল্প দেখতে আসার জন্য। ‘শ্রীমতী’ মুক্তি পাচ্ছে ৮ জুলাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here