ছাত্রদলের ওপর হামলায় রাবি শিক্ষক ফোরামের নিন্দা

0
282

দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। শনিবার পাঠানো এক বিবৃতিতে ফোরামের সভাপতি প্রফেসর ড. এফ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রফেসর মাসুদুল হাসান খান ছাত্রদলের ওপর হামলার তীব্র নিন্দা করেছেন।

বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশাসনের ছত্রছায়ায় সরকারি ছাত্র সংগঠন ছাত্রলীগের সশস্ত্র নেতাকর্মীরা জাতীয়তাবাদী ছাত্রদলের ওপর নৃশংস হামলা চালাচ্ছে। এ হামলায় ছাত্রদলের অনেক নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন। অনেকেই বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। অত্যন্ত উদ্বেগের বিষয় এই যে, এ ধরনের হামলা সাধারণ শিক্ষার্থীদের মনেও ভীতি ও আতঙ্ক সৃষ্টি করেছে যা শিক্ষাঙ্গনে পাঠদানের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করছে। তারা এ ধরনের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিবৃতিতে আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের ভূমিকা এবং পরবর্তীতে সব গণতান্ত্রিক আন্দোলনে তাদের অবদান অত্যন্ত গৌরবের। সেই গৌরবময় ঐতিহ্য সমুন্নত রাখার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সকল ছাত্র সংগঠনগুলোর ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here