লাক্স সুন্দরী শানারেই দেবী শানু নাটকের পাশাপাশি সিনেমাতেও নিয়মিত অভিনয় করছেন। তবে করোনাকাল শুরু হওয়ার পর অভিনয়ের ব্যস্ততা কমিয়ে দিয়েছিলেন তিনি।
সম্প্রতি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কারণে আবারো অভিনয়ে নিয়মিত হয়েছেন। এবার একক নয়, ধারাবাহিক নাটক দিয়েই বিরতি ভাঙলেন শানু। নাটকটির নাম ‘ রঙের মানুষ ঢঙের খেলা’।
ইবনে হাসান খানের গল্পে নাটকটি লিখেছেন ইউসুফ আলী খোকন। পরিচালনা করেছেন সোহেল হাসান। আগামী ১৭ মে থেকে নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে।
এতে অভিনয় প্রসঙ্গে শানু বলেন, আমি দীর্ঘ একটি সময় ধরে অভিনয়ে সেভাবে নেই। করোনাকাল এবং লেখালেখির ব্যস্ততার কারণে অভিনয়ে মনোনিবেশ করতে পারি নাই। এই নাটকটির গল্প এবং আমার চরিত্র দুটোই বেশ ভালো লাগার কারণে এতে অভিনয় করছি। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।
এদিকে একটি সিনেমাতেও অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। যেটির কাজ অল্প সময়ের মধ্যেই শুরু হবে বলে জানিয়েছেন শানু। সর্বশেষ তিনি খিজির হায়াত খানের পরিচালনায় ‘মি. বাংলাদেশ’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। অভিনয়ের পাশাপাশি একজন লেখক হিসেবেও পরিচিতি তৈরি হয়েছে শানুর। প্রতি বছর একুশের গ্রন্থমেলায় তার উপন্যাস ও কাব্য গ্রন্থ প্রকাশ হচ্ছে।


