নেশার ইনজেকশনসহ ৮৭ জনকে গ্রেফতার

0
159

বিপুল ইয়াবা বড়ি, নেশাজাতীয় ইনজেকশন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ ৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার একই সময় পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৮৬৭ পিস ইয়াবা বড়ি, ১২১ কেজি ৭৪৫ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা, ১২৩ গ্রাম ১০৫ পুরিয়া হেরোইন, ৩ বোতল ফেন্সিডিল ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৯টি মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here