প্রাইভেটকার খাদে পড়ে ২ যুবক নিহত

0
104

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রাইভেটকার খাদে পড়ে জিসাদ (১৯) ও ফাহিম (১৯) দুই যুবকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় অপর বন্ধু জাহিদ হাসান মুন্সীগঞ্জ সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। শনিবার উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর চরমসুরা গ্রামের মানিক মিয়ার মেয়ের জামাই তার প্রাইভেটকার নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান।

পরে মানিক মিয়ার ছেলে জিসান ভগ্নিপতির গাড়ি নিয়ে শনিবার ভোররাতে তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়।এ সময় উপজেলার পুরা বাজার এলাকায় নির্মাণাধীন ব্রিজের গোড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জিসান ও ফাহিমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত ফাহিম একই গ্রামের স্বর্গতুল্যার ছেলে। এ ঘটনায় অপর আহত বন্ধু জাহিদ হাসান মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুরা বাজার ব্যবসায়ী শাহ শাহজালাল জানান- ২০২০ সালের ২ জুন কাঠের গুঁড়িভর্তি ট্রাকসহ ধসে পড়ে বেইলি ব্রিজটি।

সেই থেকে ব্রিজের গোড়ায় অস্থায়ী বেইলি ব্রিজ নির্মাণ করে মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর। কিন্তু পুরাতন ব্রিজের অ্যাপ্রোচে কোনো বাঁশ দিয়ে ব্যারিকেড না দেওয়ায় প্রতিনিয়ত এ সড়কটিতে দুর্ঘটনা ঘটছে।

জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাহিদ রেজা বলেন, পুরা বাজারে খালের উপর ব্রিজটি নতুনভাবে নির্মাণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, উপজেলার পুরা বাজারের সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আহত আরেকজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত দুজনের লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতালে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here