বাকৃবি রিসার্চ সিস্টেম থেকে ৩৪৭৬ গবেষণা সম্পন্ন

0
143

এ পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রিসার্চ সিস্টেম (বাউরেস) থেকে ৩ হাজার ৪৭৬টি গবেষণা প্রকল্প সম্পন্ন করেছে। শতভাগ শিক্ষককে গবেষণার আওতায় এনে গবেষণা বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ৫৭১টির অধিক গবেষণা প্রবন্ধ চালু রয়েছে।

এখন প্রতি বছর বাউরেস থেকে প্রায় ৩৫ কোটি টাকার গবেষণা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এছাড়া এখন ৮ কোটি ৫০ লাখ টাকার গবেষণা প্রকল্প চলমান। এ পর্যন্ত ১ হাজার ২৫৯টি প্রকল্প সংবলিত তিনটি বই প্রকাশ করেছে বাউরেস।

শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানের কার্যক্রমের সার্বিক অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান। তিনি ২০১৯ সালে পরিচালকের দায়িত্ব নেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় বাউরেসের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ড. মো. আবু হাদী নূর আলী খান বলেন, তার সময়ে তিনটি বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই সময়ে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য ১১ জন কৃষককে প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি কৃষি পুরস্কার প্রদান করা হয়েছে।

গবেষণায় বিশেষ অবদানের জন্য ৫০ জন শিক্ষককে গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকোগনাইজেশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এছাড়া গত দুই বছরে ৮টি জার্নাল ইস্যু প্রকাশ করা হয়েছে। বাউরেস কর্তৃক প্রকাশিত জার্নালটি আধুনিকায়ন করে সম্পূর্ণরূপে অটোমেশন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষককে গবেষণার আওতায় এনে গবেষণা বরাদ্দ দেওয়া হয়েছে; যা বাউরেসের ইতিহাসে প্রথম। প্রায় ১ কোটি টাকা ঘাটতি নিয়ে দায়িত্ব গ্রহণ করার পর সব ঘাটতি কাটিয়ে বর্তমানে সব গবেষণা প্রকল্পের অধীনে প্রায় ৯ কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী জুলাইয়ে এটি ১১ কোটিতে উন্নীত করার চেষ্টা প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে শুধু প্রভাষক ও সহকারী অধ্যাপকদের জন্য এ বছরের জানুয়ারি থেকে ৪৬টি গবেষণা প্রকল্পের জন্য প্রায় ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গবেষণা প্রকল্পের ফলাফল প্রকাশনাকে উদ্বুদ্ধ করার জন্য বাউরেস কর্তৃক প্রতি আর্টিকেলের জন্য গবেষককে ক্ষেত্র বিশেষে ১০০ ডলার থেকে এক হাজার ডলার প্রদান করা হচ্ছে। গত দুই বছরে গবেষণা প্রকল্পের অধীনে ২৬৮ জন এমএস (মাস্টার্স) ফেলোকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা হারে মোট ২ কোটি ৭০ লাখ টাকা ফেলোশিপ প্রদান করা হয়েছে। অর্থ সহায়তা বৃদ্ধি ফলে ২০২১ সালে বাকৃবি গবেষকগণ ৫৫৮টি গবেষণা প্রকল্প স্কোপাস জার্নালে প্রকাশ করেছেন, যা পূর্বের বছরের তুলনায় দ্বিগুণ। ইউজিসি থেকে বিশেষ বরাদ্দ, বিশ্ববিদ্যালয়ের বাজেট, দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে আসে এ গবেষণা প্রকল্পের অর্থ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক ড. একেএম মমিনুল ইসলাম, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পরেশ কুমার শর্মা প্রমুখ।

উল্লেখ্য, বাকৃবির গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার করার উদ্দেশ্যে ১৯৮৪ সালের ৩০ আগস্ট সিন্ডিকেটের ১৬১তম সভার অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) গঠিত হয়। বাউরেস প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষক এবং গবেষকদের দ্বারা পরিচালিত গবেষণা প্রকল্প তদারকি, ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here